সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন ব্যবসায়ী হিসাবে আপনার শরীরের প্রতি কতোটা যত্নবান? Importance of Fitness of a business man

আজ আলোচনা করব একজন বিজনেস ম্যানের সুষ্ঠভাবে বিজনেস পরিচালনা করার জন্য শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকার কতোটা জরুরী এবং সহজে কিভাবে তা সম্ভব।। কেন ফিট থাকা জরুরী: এ কজন বিজনেস ম্যান সারাদিন বিজনেসের কাজে ভীষনভাবে ব‌্যস্ত থাকেন। মেন্টাল প্রেসার থাকে। ব্যাস্ততার জন্য অনেকসময়ই ব্রেকফাস্ট স্কিপ হয়। হয়তো বা এক কাপ চা বিস্কুট দিয়েই দুপুর 2 টা - 3 টা পর্যন্ত কাটিয়ে ফেলেন। তারপর অনেকেই লাঞ্চে ফাস্টফুড খেয়ে নেন। অনেক রাতে ডিনার। কিন্তু মনে রাখতে হবে এভাবে বেশকিছুদিন চললে শরীরে বড়োসড়ো সমস্যা আসতে বাধ্য। তখন কিন্তু আর শান্তিতে ব্যাবসার কাজে করতে পারবেন না। শারীরিক অসুস্থতার কারনে ব্যাবসায় একটা ঋনাত্মক প্রভাব পড়বে। তখন কিন্তু আপনার শারীরিক ফিটনেস  শত চিকিৎসা করেও ফিরে আসবেনা।  ঠিক যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় ঠিক সেভাবেই ফিটনেস বজায় রাখতে হয়। বিষয়টা এখন অবহেলা করলে পরে পস্তাতে হবে।  এবিষয়টায় গুরুত্ব না দেওয়ার জন্য বেশিরভাগ বিজনেস ম্যান কম বয়সেই সুগার , ব্লাডপ্রেসারকে জীবনের সঙ্গী করে ফেলেছেন। তাই আপনাকে বলি এখনই লাইফ ষ্টাইল সুধরে নিতে হবে । ''আজই সচ

আপনার আকর্ষণীয় ব্যাক্তিত্ব আপনার বিজনেস বাড়াবে Attractive personality of a business man বিজনেস

PERSONALITY সাফল্যের জন্য যোগ্যতা অর্জন করতে পারলেই আপনি নিশ্চিত সফল হবেন। সফলতা প্রাপ্তির অন্যতম প্রাথমিক শর্ত হল- সফল হওয়ার জন্য নিজেকে নির্মাণ করা। যে হৃদয় দিয়ে কাজ করেনা সে শূন্যতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনা। - A. P. J. Abdul Kalam. জীবন হলো একটি জটিল খেলা ব্যাক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তা জয় করতে পারো- A. P. J. Abdul Kalam. নিচের শর্তগুলো যদি আপনি মেনে চলছেন তো আপনার সাফল্য অর্জন নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা। 1. এবার নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। A. আপনার কাজ নিয়ে আপনি কি গর্বিত ? B. আপনি কোথায় পৌঁছাতে চান ইতিমধ্যেই লক্ষ স্থির করে ফেলেছেন?  C. আপনিকি আপনার কাজে নিবেদিত?  D. নিজেকে গড়তে প্রস্তুত? E. কতো দিনের মধ্যে লক্ষে পৌঁছতে চাত তার তারিখ নির্ধারণ করে ফেলেছেন? F. প্রতিদিনের কাজের পরিকল্পনা (স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি) করে ফেলেছেন? G. সাফল্য অর্জনের জন্য কিছু মূল্য চোকাতে হয়। আপনিকি তার জন্য মানসিক ভাবে প্রস্তুত? H. সাফল্যের জন্য শ্রম লাগে । আপনিকি শ্রম দিতে প্রস্তুত। I. প্রত্যেক কাজে দ্রুত সাফল্যে পৌঁছাতে ঐ কাজের কিছু নির্দিষ্ট সিষ্