সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আপনার আকর্ষণীয় ব্যাক্তিত্ব আপনার বিজনেস বাড়াবে Attractive personality of a business man বিজনেস


PERSONALITY

সাফল্যের জন্য যোগ্যতা অর্জন করতে পারলেই আপনি নিশ্চিত সফল হবেন।

সফলতা প্রাপ্তির অন্যতম প্রাথমিক শর্ত হল- সফল হওয়ার জন্য নিজেকে নির্মাণ করা।

যে হৃদয় দিয়ে কাজ করেনা সে শূন্যতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনা। - A. P. J. Abdul Kalam.

জীবন হলো একটি জটিল খেলা ব্যাক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তা জয় করতে পারো- A. P. J. Abdul Kalam.

নিচের শর্তগুলো যদি আপনি মেনে চলছেন তো আপনার সাফল্য অর্জন নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা।

1. এবার নিজেকে কয়েকটি প্রশ্ন করুন।

A. আপনার কাজ নিয়ে আপনি কি গর্বিত ?
B. আপনি কোথায় পৌঁছাতে চান ইতিমধ্যেই লক্ষ স্থির করে ফেলেছেন? 
C. আপনিকি আপনার কাজে নিবেদিত? 
D. নিজেকে গড়তে প্রস্তুত?
E. কতো দিনের মধ্যে লক্ষে পৌঁছতে চাত তার তারিখ নির্ধারণ করে ফেলেছেন?
F. প্রতিদিনের কাজের পরিকল্পনা (স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি) করে ফেলেছেন?
G. সাফল্য অর্জনের জন্য কিছু মূল্য চোকাতে হয়। আপনিকি তার জন্য মানসিক ভাবে প্রস্তুত?
H. সাফল্যের জন্য শ্রম লাগে । আপনিকি শ্রম দিতে প্রস্তুত।
I. প্রত্যেক কাজে দ্রুত সাফল্যে পৌঁছাতে ঐ কাজের কিছু নির্দিষ্ট সিষ্টেম মেনে চলতে হয়। আপনি কি সিষ্টেম মেনে চলতে প্রস্তুত?
J. আপনি কি মনে প্রানে কাজটা শিখতে প্রস্তুত আছেন?

উপরের সকল প্রশ্নের উত্তর যদি (ভেতর থেকে আসতে হবে) হ্যাঁ  হয় তবে  আপনার তিনভাগ সাফল্য অর্জন হয়ে গেছে । তা হাতের মুঠোয় আসতে  শুধু সময়ের অপেক্ষা। আর শিকি ভাগ কাজ বাকি । ধিরে ধিরে আপনার ফোকাস একমুখী করুন । আজ থেকেই নিচের শর্তগুলো থরোলি মেনে চলুন। আর চিৎকার করে নিজেকে বলুন- Yes I can do it.

2. আপনি যে ক্ষেত্রে সাফল্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ সেখানে সফল - নিয়ম নিষ্ঠ একজন ব্যাক্তকে আপনার মেন্টর (পথপ্রদর্শক) নির্বাচন করুন। তাঁর কাছে নিজেকে সঁপে দিন।  তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলুন। কিভাবে আসন্ন বাধা অতিক্রম করবেন ও কাজের পরিকল্পনা কি হবে সকল বিষয়েই আগে তারসাথে পরিমর্শ করে তারপর কাজ শুরু করবেন। আপনার মেন্টরের কাছে যতো বেশি বিশ্বস্ত ও অনুগত হবেন ততো কম সময়ে আপনি সাফল্যে পৌঁছবেন। মনে রাখবেন আপনার সাফল্যের জন্য এই শর্তটি 99% ভূমিকা গ্রহন করে।

3.  আপনার সময়ানুবর্তিতা আপনাকে দ্রুত সাফল্যে পৌঁছে দেবে। এ বিষয়ে আপনি সবার চেয়ে এগিয় থাকবেন। সময়ের পূর্বেই কাজ শেষ করবেন।

4.  উপযুক্ত পরিকল্পনা ছাড়া কাজে শুরু করবেন না। পরিকল্পনা করে কাজ করলে সময় ও এনার্জি দুটোই বাঁচে।

5. বড়ো কাজকে ছোট ছোট কাজে ভাগ করে  করলে সহজ হয়ে যাবে।

6. রুচিসম্মত পোষাক( ড্রেসকোড ) আপনার ব্যাক্তত্বে অন্য মাত্রা এনে দেবে। এটা কখনোই ইগনোর করবেন না। ইগনোর করলে আপনার গ্রহন যোগ্যতা কমে যাবে। যেটা সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে।

7. সবসময় নিরপেক্ষ থাকেবেন। উচ্চ , নিচ সবাইকে সাদাই যথোপযুক্ত সম্মান প্রদর্শন ও সম্ভাষন জানাবেন হাঁসি মুখে।

8. সবসময় পজেটিভ থাকতে হবে। পজেটিভ সমালোচনা করবেন।

9. সফলতার অন্যতম শর্ত শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে সুস্থ থাকা। প্রতিদিন ভোরে উঠে প্রানায়াম, এক্সারসাইজ/ হাঁটা, সময়ে পুষ্টিকর আহার গ্রহন করলে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। ফলে সাফল্যের জায়গা ধরে রাখতে ও উপভোগ করতে পারবেন। শরীরচর্চা প্রতিদিনের বাধ্যতামূলক রুটিনে পরিণত করতে হবে।

প্রতিদিনের আহারের নিয়মঃ
https://youtu.be/MVgg6fDI5Gk

10. বিষয়বস্তুর ওপর প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং অন্যদের থেকে বেশি আপডেট থাকতে হবে।

11. সদাচার, পরিচ্ছন্নতা, সুমধুর ব্যাবহার, অন্যকে সম্মান প্রদর্শন, সদয়তা, পরোপকারিতা , গুছিয়ে সংখেপে আকর্ষণীয় ভাবে বক্তব্য উপস্থাপন এই গুনগুলো আপনাকে অন্যদের থেকে কয়েকধাপ এগিয়ে রাখবে।

12. কর্মে, চরিত্রে , নিষ্ঠায় আপনার সততা আপনাকে স্থায়ী সাফল্য এনে দেবে।

13. দেশ, দশ ও দলের স্বার্থে কাজ করলে আপনি একজন সত্যিকারের নেতা হিসাবে স্বীকৃতি পাবেন।

14. প্রতিনিয়ত সচেতন ভাবে চলবেন। কয়েক হাজার চোখ আপনাকে সর্বদাই অবজার্ভ করছে। আপনার একটা ভূল কাজ আপনাকে আবার আগের স্থানে ফিরে যেতে বাধ্যকরতে পারে। তাই সাবধান!

কারো সাথে চিট করা উচিত নয়ঃ
https://youtu.be/_4H70Tk5OrE

উপসংহারে বলি সফল হতে সবাই চায়। কিন্তু তারাই সফল হয় যাদের মধ্যে আছে তীব্র ইচ্ছাশক্ত , অনড় জেদ, মানসিক তেজ, সহ্যশক্তি, ধৈর্য, সুন্দর মন, মানবিকতা এবং উপোরোক্ত গুনাবলীর সমন্বয়।

আমার দৃঢ় বিশ্বাস - আপনি নিজেকে গড়তে দৃঢ় প্রতিঞ্জ । পরমুখাপেক্ষী না হয়ে একজন দলনেতা হিসাবে নিজের দলের প্রতিটি ব্যাক্তিকে একই ভাবে গড়ে তুলুন। ধারাবাহিক অনুশীলন ও শ্রমের বিনিময়ে আপনি সাফল্য ছিনিয়ে নিতে পারবেন।









মন্তব্যসমূহ