সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। How to become an affiliate marketer.



 How to become an affiliate marketer 

আপনাকে Business Funda তে স্বাগত। এই ব্লগে আপনি সহজে বুঝতে পারবেন
-------------------------------
Content Table

1. Affiliate marketing কি ?

2. কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন ?

3. এফিলিয়েট মার্কেটিং থেকে কতো আয় হয় ?

4. সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কি ?

 5. কিভাবে ইউটিউব ভিডিও বানানো শুরু করবেন?

6. এফিলিয়েট মার্কেটিং এর 8 টি গুরুত্বপূর্ণ টিপস।
---------------------------

Affiliate marketing কি?


আপনার মাধ্যমে উৎসাহিত হয়ে ক্রেতা আপনার দেওয়া লিংকে গিয়ে কোন প্রোডাক্ট ক্রয় করলে বিক্রেতা আপনাকে শতকরা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দেবেন। এখানে আপনি ক্রেতাকে উৎসাহিত করেছেন। তাই আপনি একজন এফিলিয়েট মার্কেটার। এর জন্য আপনাকে ঐ বিক্রেতার নিকট একটা এফিলিয়েট একাউন্ট বানাতে হবে। 

কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন?


Amazon, Flipkart, Click bank এর ওয়েব সাইটের নিচের দিকে Affiliate program অপশন থাকে । ওখান থেকে আপনার এফিলিয়েট একাউন্ট বানিয়ে ফেলুন। এফিলিয়েট একাউন্ট হয়েগেলে ঐ সাইড থেকে প্রোডাক্ট লিঙ্ক কপি করে আপনার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেষ্ট করে দেবেন। ভিডিওতে সেটা উল্লেখ করে দেবেন। এতে ক্রেতা আপনার দ্বারা প্রোডাক্ট ক্রয়ে উৎসাহিত হবেন।

একজন Affiliate marketer হতে হলে আগে কজন Social media influencer হতে পারলে সাফল্য নিশ্চিত:


আপনি যদি একজন ভালো রকম সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন তাহলে কেল্লা ফতে। বিষয়টা খুব কঠিন নয়। একটু জেদ নিয়ে তিন থেকে ছয় মাস ধারাবাহিক ভাবে লেগে থাকেন তবে আপনিও একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন।

এটা আপনাকে একজন সফল affiliate marketer হতে সাহায্য করবে। একজন সফল এফিলিয়েট মার্কেটার হতে চান তো -- প্রথমে একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলে ব্যপারটা সহজ হয়। অন্তত একজন  ইউ টিউবার/ব্লগার হলে ভালো হয়। এতে আপনার কাছে ট্রাফিক/ফলোয়ার থাকবে।  হাজার হাজার ফলোয়ারের মধ্য থেকে বেশকিছু ক্রেতা বের হয়ে আসবেন।


Affiliate marketer এর আয় কতো হতে পারে?


একজন এফিলিয়েট মার্কেটার মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। তাকে কোন প্রোডাক্ট কেনা বেচা করতে হয়না। কোন ইনভেস্ট করতে হয়না। কেবল নিজের সোস্যাল মিডিয়ায় প্রোডাক্ট এর এ্যাওয়ারনেস দিয়ে প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করা। ক্রেতা ঐ লিঙ্কে ক্লিক করে মেন সাইডে পৌঁছে কেনাকাটা করবেন। যতো বেশি ক্রেতা ততো বেশি পরিমাণে আয়।

_______________

যে কেউ সহজেই হতে পারেন একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার:


আপনার কাছে একটা এ্যানড্রয়েড ফোন আছে। আর আপনি মাঝে মাঝেই  অনলাইনে বাড়ির প্রয়োজনীয় প্রোডাক্ট (যেমন মোবাইল ফোন, খেলনা, ইলেকট্রনিক্স গ্যাজেট, শাড়ি, জামাকাপড় ইত্যাদি যে কোন কিছু) কেনেন। আবার সাথে সাথে মনের মধ্যে ইচ্ছা আছে অতিরিক্ত আয় করার ।  আর আপনি সারাদিন যখনি সময় পান তখনি খুঁজতে থাকেন কিভাবে অনলাইনে বাড়িতে বসেই অতিরিক্ত আয় করা যায় । কিন্তু কোন কিছুই শুরু করে উঠতে পারছেন না।   তো আপনার জন্য এই ব্লগটা।

অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় এফিলিয়েট মার্কেটিং।


বিষয়টা খুবই সহজ। আপনার মধ্যে একটু জেদ থাকলেই আপনি পারবেন। আপনার থেকেও অনেক কম যোগ্যতার মানুষ কেবল অদম্য ইচ্ছাশক্তির সাহায্যে অনলাইনে সফল হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। আপনিও কাজটা শুরু করে  ধারাবাহিক ভাবে মাস তিনেক চালিয়ে যেতে পারলে দক্ষ হয়ে উঠবেন। 



কিভাবে হয়ে উঠবেন একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?



সবথেকে সহজ উপায় হল - আপনি যদি একজন মহিলা অথবা পুরুষ যে ই হোন না কেন সর্বপ্রথম একটা ইউটিউব চ্যনেল খুলতে হবে। ইউটিউবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় অনেক ভিডিও আছে । দু -একবার দেখে নিলে শিখে যাবেন। 


আপনি বাড়িতে প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এ যা বানাচ্ছেন তার মেনু , পুষ্টিগত মুল্য সহ খাওয়ার  সার্ভ করা পর্যন্ত একটা ভিডিও বানিয়ে ফেলুন । কখনো মার্কেটিং এ গেলেন, বাড়িতে কোন অতিথি এসেছিলেন, বাড়ির পোষা প্রাণীটার সাথে খেললেন , বাড়তে কোন ছোটখাট উৎসব / জন্মদিন পালন করলেন , কোন পার্কে বেড়িয়ে এলেন, বাড়িতে সবাই মিলে একটু আনন্দ করলেন সবকিছুরই ভিডিও বানানো যায়। অথবা অনলাইনে কোন প্রোডাক্ট কিনলেন তার একটা রিভিউ ভিডিও বানিয়ে ফেলুন। প্রতিদিন / দু - এক দিন ছাড়া / সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে পারেন। একটা শুধু মোবাইল ষ্ট্যান্ড লাগবে। ভয়েস স্পষ্ট হয় যেন  । আলো যথেষ্ট থাকতে হবে। আজ যারা সফল প্রথম প্রথম তাদের ভিডিওর মান ভালো ছিলনা। তারা ক্রমশ উন্নতি করছেন। তাই বলি আপনিও পারবেন। শুধু মনোবল থাকতে হবে।


শুরু করে দিন।  দেখবেন ক্রমশ উন্নতি হচ্ছে।


শুধু খেয়াল রাখবেন প্রতিদিন আপনার একটু একটু করে উন্নতি হচ্ছে কিনা। এবার আপনার ভিডিওটা Kinemaster / inshot ( ইউটিউব এ kinemaster video editing free course আছে । ওখানে থেকে শিখে নেন) ভিডিও এডিটিং এপস এর মাধ্যমে এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন। আপনার ভিডিও সবাই দেখতে থাকবে । দিনকে দিন ভিউয়ার, সাবস্ক্রাইববার বাড়বে। আপনি একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন। ইউ টিউবে অনেক ফ্রী কোর্স আছে । ওখানে থেকে একটু একটু করে শিখতে থাকুন। আর প্রতিদিন উন্নতি করতে থাকুন। 


ব্লগিং করেও আপনার যাত্রা শুরু করতে পারেন।




ইউ টিউবে ভিডিওর মান যতো উন্নত হবে আপনার ফলোয়ার ততো বাড়বে। 


এরজন্য আপনাকে সবকিছুই আগে থেকে পরিকল্পনা করে চলতে হবে। ভিডিওর মান উন্নত করার জন্য আপনাকে ধিরে ধিরে শিখতে হবে


  1. Content writing ভিডিওর পুরো ষ্টোরিটা কিভাবে আরো আকর্ষণীয় করা যায় যাতে ভিজিটর শেষ পর্যন্ত দেখতে আগ্রহী হয়। 


  1. Thumbnail হল ভিডিও র প্রথমে যে লেখা ও ছবি সহ পোষ্টারটা থাকে । যেটা প্রথমে দেখে দর্শক ভিডিও টার প্রতি আকৃষ্ট হয়ে ভিডিওটায় ক্লিক করেন। 


  1. SEO সার্চ ইন্জিন অপটিমাইজেশন। দর্শক যে বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন সার্চ ইন্জিন সেই ভিডিও গুলোই দর্শকদের দেখায়। এর জন্য SEO ঠিকঠাক করতে হবে।


  1. Video editing ভিডিওকে সাজিয়ে গুছিয়ে,কেটে ছেঁটে, শব্দ সহযোগে আকর্ষণীয় করে তোলা।


  1. Photo editing ফটোকে আকর্ষণীয় করে তোলা।  ইত্যাদি


রবর্তী সময়ে ভিডিয়ো বানাতে যেগুলো লাগবে


  • Tripod

  • Microphone

  • Selfistic

  • Green skin

  • Light

  • Camera

  • Computer

  • ইত্যাদি

_________________________________


একজন সফল সোস্যাল মিডিয়া (ভিডিও/ব্লগ)ইনফ্লুয়েন্সার হয়ে এফিলিয়েট মার্কেটিং করলে দ্রুত সফল হবেন।  


 একজন এফিলিয়েট মার্কেটার হিসাবে নিচের টিপসগুলো মেনে চললে দ্রুত লক্ষে পৌঁছবেন।


  1. আপনি আপনার ভিডিও / ব্লগের কনটেন্ট আকর্ষণীয় ও ইউনিক রাখুন। সবসময় কিছু না কিছু ভ্যালু এ্যড করার চেষ্টা করবেন। এতে অর্গানিক ট্রাফিক বাড়বে। সেল ও আয় বাড়বে। 


  1. এফিলিয়েট মার্কেটিং এর জন্য হাই মার্জিন প্রোডাক্ট নির্বাচন করলে বেশি লাভবান হবেন।


  1. আপনার ভিডিও র বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য বিধান করে এফিলিয়েট প্রোডাক্ট বাছুন । এতে সেল বাড়বে।


  1. এমন প্রোডাক্ট বাছুন যার সেলিং লিমিট নেই। এতে আয় বেশি হবে।


  1. রেপুটেশন বিহীন কোম্পানি চুজ করলে প্রতারিত হবার সম্ভাবনা আছে।


  1. পেমেন্ট টার্ম সহজ এরুপ কোম্পানি চুজ করা উচিত। যেমন একটা প্রোডাক্ট সেল হল । একটার পেমেন্ট পেলেন। 


  1. শুধু ভারতে সিমাবদ্ধ না থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্রোডাক্ট চুজ করলে সেল ও আয় বেশি হবে।


  1.  বেশি মার্জিন এর প্রোডাক্ট হলে ফেসবুক, গুগল এ্যড করতে পারেন। এতে দ্রত সেল বাড়বে।


এতো দুর পর্যন্ত আপনি আমার সাথে আছেন মানে আপনার মধ্যে সেই অদম্য ইচ্ছাশক্তি আছে। আপনাকে শুধু শুরূটা করতে হবে। ট্র্যাকের মধ্যে  থেকে চলতে থাকুন। দেখবেন আপনার অজান্তেই একসময় লক্ষে পৌছে গেছেন।

How to start Onpassive affiliate marketing video link

আপনি ONPASSIVE AFFILIATE MARKETER হয়ে অতিরিক্ত উপার্জনের সাথে সাথে একটা শক্তিশালী সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে নিচের Google form টি পূরন করুন

Become an Onpassive affiliate marketer link


ধন্যবাদ।

Kamal Mandal


     OFOUNDER
     ONPASSIVE

To become an ONPASSIVE affiliate marketer register here
Google form link

মন্তব্যসমূহ